তাজমহলের নাম একসময় ভিন্ন ছিল, ইতিহাসবিদদের মতে এর প্রাথমিক নাম বা বর্ণনা একটু আলাদা ছিল।
অতীতে তাজমহলের মূল নাম -
তাজমহল নির্মাণের সময় একে বলা হতো - “রওজায়ে মুনাওয়ারা” (Rawdah-i-Munawwarah)
অর্থাৎ: “উজ্জ্বল বা পবিত্র সমাধি”।
এছাড়া আরেকটি আরবি-ফারসি নামও পাওয়া যায় -
“রওজায়ে মুমতাজ মহল” (Rawdah-i-Mumtaz Mahal) অর্থাৎ “মুমতাজ মহলের সমাধি”
পরবর্তীতে তাজমহলের নাম কেন পরিবর্তন হলো?
সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এই সমাধি তৈরি করেন। তাই পরে সাধারণ মানুষ ও কবিগণ ভালোবেসে একে বলতে শুরু করে — “তাজমহল”, “তাজ” মানে মুকুট এবং “মহল” মানে প্রাসাদ বা ভবন। অর্থাৎ, “মুকুটের প্রাসাদ” বা “মুকুটসম সৌধ”। আর এভাবেই পরবর্তীকালে তাজমহল নামটি জনপ্রিয় হয়ে ওঠে।