Arithmetic operator হলো এমন কিছু চিহ্ন, যেগুলো ব্যবহার করে আমরা সংখ্যার উপর গাণিতিক কাজ করতে পারি। এগুলো দিয়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ভাগশেষও বের করতে পারি। ধরো তুমি প্রোগ্রাম লিখছো আর সেখানে তোমাকে কিছু হিসাব করতে হবে—তখন তুমি এসব operator ব্যবহার করো।
সবচেয়ে সাধারণ operator হলো + যেটা যোগের জন্য, যেমন: 5 + 3 = 8।
তারপর আছে - যেটা বিয়োগের জন্য, যেমন: 10 - 4 = 6।
গুণ করার জন্য * ব্যবহার করা হয়, যেমন: 6 * 2 = 12।
আর ভাগ করার জন্য / ব্যবহার হয়, যেমন: 8 / 2 = 4।
আরেকটা গুরুত্বপূর্ণ operator হলো % যেটা “modulus” নামে পরিচিত। এটা আসলে ভাগশেষ বের করে। যেমন: 7 % 3 করলে তুমি পাবে 1, কারণ 3 দিয়ে 7 ভাগ করলে ২ বার যায়, বাকি থাকে ১।
এই operator গুলো ছাড়া কোনো গাণিতিক কাজ প্রোগ্রামে করা সম্ভব না। প্রতিটি প্রোগ্রামিং ভাষায় এই চিহ্নগুলো থাকে এবং একদম একইভাবে কাজ করে। তাই প্রোগ্রামিং শিখতে চাইলে এগুলো ভালোভাবে বুঝে রাখা খুব দরকার।