ইটের খোয়ার (ভাঙা ইটের টুকরা) উপর দিয়ে হাঁটাই বেশি কষ্টসাধ্য।
কারণ:
-
ইটের খোয়া অসমান ও ধারালো হওয়ায় খালি পায়ে চাপ বেশি লাগে।
-
পায়ের তলায় ব্যথা ও অস্বস্তি সৃষ্টি হয়।
-
ভারসাম্য রাখতে বাড়তি শক্তি খরচ হয়।
অন্যদিকে সমান ইটের রাস্তা মসৃণ হওয়ায় হাঁটা সহজ ও আরামদায়ক।