যোজনী ব্যবহার করে যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম হলো —
-
প্রত্যেক মৌলের যোজনী জানা দরকার।
-
যোজনী বিনিময় করে ক্রস করে লিখতে হয়।
-
যদি সংখ্যা ১ হয়, তা সাধারণত লেখা হয় না।
উদাহরণঃ
-
Na⁺ (যোজনী ১) ও Cl⁻ (যোজনী ১) → NaCl
-
Ca²⁺ ও Cl⁻ → যোজনী বিনিময় করে CaCl₂
-
Al³⁺ ও O²⁻ → Al₂O₃
অর্থাৎ, যোজনী বিনিময় করে আণবিক সংকেত লেখা হয়।