রোযা থাকার নিয়ত অর্থসহ নিচে দেওয়া হল-
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ: আমি আগামীকাল পবিত্র রমজান মাসের ফরজ রোযা রাখার নিয়ত করলাম তা তোমার আদেশ । অতএব আমার রোযা কবুল কর। নিশ্চয় তুমি মহাজ্ঞানী ও সর্বশ্রোতা।