কচুরীপানার সব অংশেই প্যারেনকাইমা টিস্যুর উপস্থিতি লক্ষ করা যায়। এ টিস্যুতে আন্ত:কোষীয় ফাঁক দেখা যায়, কচুরীপানায় বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা টিস্যু থাকে যাকে অ্যারেনকাইমা বলে। এই বড় বড় বায়ুকুঠিরিযুক্ত প্যারেনকাইমা থাকার কারণেই কচুরীপানা পানিতে ভেসে থাকে।