মূলতবি হজ হলো অবস্থানের কারণে বা অন্য কোনো বাধার কারণে নির্ধারিত সময়ে সম্পন্ন করতে না পারা হজ, যা পরবর্তী সময়ে আদায় করতে হয়।
কোনো ব্যক্তি যদি নির্ধারিত বছরে হজের নিয়ত করে কিন্তু কোনো বাধার কারণে হজ সম্পন্ন করতে না পারেন, তাহলে সেই হজ পরবর্তী সময়ে আদায় করতে হয়। এটাকেই মূলতবি হজ বলা হয়।