বিশ্বের সেরা মুদ্রা হলো কুয়েতি দিনার। এরপর যথাক্রমে রয়েছে— বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্ডানিয়ান দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, ক্যামেন আইল্যান্ড ডলার, সুইস ফ্রাঁ, ইউরো ও মার্কিন ডলার। কুয়েদি দিনার: এক কুয়েতি দিনার দিয়ে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার কেনা যায়।
বর্তমানে পৃথিবীর সকল স্বাধীন দেশের মধ্যে ইরানের টাকার মান সবচেয়ে কম। বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান ইরানের প্রায় 0.0028 রিয়াল।