বয়স বা হরমোনাল বিভিন্ন কারণে যোনি প্রসারিত হলে তা আবার সঙ্কুচিত হবার কোন উপায় আছে কি না এমন প্রশ্নের জবাবে ফিস্টুলা বিশেষজ্ঞ এবং গাইনোকোলজি সার্জন ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন, পেলভিক ফ্লোর নামে এক ধরনের বিশেষ ব্যায়ামের মাধ্যমে তলপেটের যে মাংসপেশি দুর্বল হবার কারণে যোনি প্রসারিত হয়েছিল সেই শক্তি কিছুটা ফিরিয়ে আনা সম্ভব। তবে এতে করে খুব বেশি পরিবর্তন হয় না বলেও জানান তিনি। এছাড়া বিশেষ অপারেশনের মাধ্যমে যোনি সঙ্কুচিত করা যায়।