বলতে গেলে টাকা লাগেও আবার নাও লাগে।
মানে এখানে অ্যাপ তৈরির জন্য লাগে হলো কোডিং। যেটা জানলে সহজেই গান ডাউনলোডার অ্যাপ বানাতে পারবেন। এর জন্য Youtube ভিডিও ডাউনলোডার Api নিতে হবে। অনেক ওয়েবসাইট থেকে ফ্রীতে দেয় তবে লিমিটেশন থাকে।
অ্যাপ বানানোর জন্য অনেক গুগল এ ওয়েবসাইট আছে যেখানে Html To App, Zip To app এমন টুল রয়েছে যেগুলো থেকে সহজেই গান ডাউনলোডার অ্যাপ বানিয়ে নিতে পারবেন। কোডিং না জানলে AI এর সাহায্য নিয়ে বানাতে পারেন।