বারবার যৌন সম্পর্ক গড়ার সঙ্গে যোনি প্রসারিত হবার কোন সম্পর্ক না থাকলেও আলাদা কিছু কারণে প্রসারিত হতে পারে। যেমন: সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং যোনিপথে জন্মদানের সময় মেয়েদের যোনি প্রসারিত হয়। তবে যেহেতু এটি স্থিতিস্থাপক, তাই পরবর্তী সময়ে পুরোপুরি না হলেও জায়গাটি অনেকটাই আগের অবস্থায় ফিরে আসে।
যোনি প্রসারিত হবার গুরুত্বপূর্ণ কারণ নারীদের বয়স।
ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন, “নারীদের যোনির ভেতরের অংশে যে পেলভিক দেয়াল থাকে সেটা বয়স বাড়লে দুর্বল হয়ে যায়। ফলে যোনি প্রসারিত হয়”। মূলত ৪০’র পর নারীরা এই ধরনের সমস্যার সম্মুখীন হন।
এছাড়া হরমোনাল কারণেও যোনি প্রসারিত হতে পারে। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এন্ড এন্ড্রোজেন নামক হরমোনের কারণে নারীদের পেলভিক দেয়াল শক্তিশালী হয়। কোন কারণে এই হরমোনগুলোর প্রভাব যদি কমে যায় তাহলে পেলভিক দেয়াল দুর্বল হয়ে যোনি প্রসারিত হয়ে যায়।
শারীরিক কিছু বৈশিষ্ট্যের কারণেও জন্মগতভাবেই যোনি দুর্বল হতে পারে। ছোটবেলা থেকেই কারো পেলভিস বা শ্রোণী যদি চাপা হয়, তবে তার যোনি প্রসারিত হবার সুযোগ কম থাকে। ঠিক তেমনি অনেকের শ্রোণী জন্মগতভাবে দুর্বল থাকে, ফলে তা প্রসারিত হবার সুযোগও বেশি থাকে।