আমি পরকীয়াকে সাপোর্ট করছি না, অবশ্যই এটা দেশীয় আইনে অপরাধ। আবার ধর্মীয় আইনে মৃত্যুদন্ড.....
শুধু একটা ব্যপার জানতে চাই।
যে সমস্ত স্ত্রীরা দিনের পর দিন স্বামীর কাছ থেকে দূরে থাকে, স্বামীর সাথে শারীরিক ভাবে মিলিত হতে চায় না বা অনীহা দেখায়।
ওইসব স্বামীরা তাহলে কি করবে? এর সমাধান কি ?
এমন অনেক মেয়ে আছে যারা সংসারে সুখী, সব দায়িত্ব ঠিকমতো পালন করছে, কিন্তু তাদের এই physical intimacy ব্যাপারটা একেবারেই ভালো লাগে না। তারা এটাতে খুবই বিরক্ত হয়।
অনেক মেয়েদেরই এই সমস্যা আছে। তারা রোমান্স ভালোবাসে, যত্ন ভালোবাসে দায়িত্ব কমিটম্যান্ট সবই ভালোবাসে। কিন্তু শারীরিক ইন্টিমেসির ব্যপারটা তারা তেমন একটা পছন্দ করে না। এই সমস্যা প্রচুর মহিলাদের আছে, বিশেষ করে যারা ৩০ পার করেছেন।
তখন এদের স্বামীরা আসলে কি করবে?
এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে বউকে তালাক দিয়ে দেবে ???
কারও সাথে একটা এক্সট্রা সম্পর্কে জড়াবে?
নাকি যত কষ্টই হোক মুখ বুঝে নিজের কষ্ট সহ্য করে সংসার চালিয়ে যাবে ?
আবার একই জিনিস যদি মেয়েদের বেলাও হয়, তারাই বা কি করবে ?
ম্যাডিক্যাল সায়েন্স মতে একজন পূর্ণবয়স্ক মানুষের চাহিদা অনুযায়ী physical intimacy না হলে অনেক ধরনের physical and mental disorder দেখা দেয়। এগুলোর তাহলে সমাধান কি???
শারীরিক ভাবে অক্ষম কোন সঙ্গীকে কেন আরেকজনের নিজের সুখ বিসর্জন দিয়ে দিনের পর দিন সহ্য করতে হবে ?
যৌনতা সব সময়ই অপরাধ কেন?
কেন আমরা ভুলে যাই যে এটা আর দশটা মৌলিক চাহিদা গুলোর মতোই গুরুত্বপূর্ণ বিষয়?