গাছের রোগাক্রান্ত ঝরা পাতা ও ঝরে পরা আম সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। প্রয়োজনে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, আমের মুকুল আসার সময় রোগাক্রান্ত হওয়া প্রতিহত করতে হলে মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্পেরে করতে হবে।