কৃষিতে নারীর ভূমিকা বিশ্বব্যাপী সর্বজনবিদিত। কৃষি ও এর উপখাতে নারীর অবদানের কথাগুলি হলো:
ফসলের বপন, উত্তোলন, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ইত্যাদি কাজ নারীরা এককভাবেই করে থাকেন।
আদিম নারীদের শিকার ও খাদ্য আহরণের অভিজ্ঞতা থাকায়, বীজ থেকে ফসল উৎপাদন এবং বন্যপ্রানীকে পোষ মানিয়ে গৃহপালিত করার কাজটি নারীরা সহজেই আয়ত্বে এনেছিল।
প্রাচীন যুগে যেখানে নারীর হাতে বোনা বীজ দিয়ে চাষাবাদের প্রচলন হয়েছে, সেখানে মানুষ পশুপালন সভ্যতা থেকে কৃষি সভ্যতার দিকে এগিয়ে গিয়েছে।
বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে দ্রুত বাড়ছে। বৈশ্বিক গড় হারের চেয়ে এখন বেশি নারী দেশের কৃষি খাতে জড়িত