ফুটবলের "ফিফা" এর পূর্ণরূপ হলো "Fédération Internationale de Football Association" যা ফরাসি ভাষায় লেখা। এটি ইংরেজিতে "International Federation of Association Football" নামে পরিচিত। ফিফা বিশ্বের ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করে।