ধাপ ১ - প্রথমেই মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করে নিবেন। তারপর, ডায়াল করবেন *247# কোডটি।
ধাপ ২ - এরপর, মেনু বার দেখতে পাবেন মেনু থেকে 9 লিখে ডায়াল করুন। এরপর, আবারও মেনু থেকে 1 লিখে ডায়াল করুন।
ধাপ ৩ - এরপর, আপনার বিকাশ একাউন্টের পিন কোডটি চাইবে। আপনার পিন কোড টাইপ করে ডায়াল করুন। তাহলেই আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।