আগষ্ট মাসে ১তারিখে আমার গর্ভপাত হয় এবং ১৫তারিখে ভালো হয়।গর্ভপাতের ১দিনই অনেক বেশি পেট ব্যাথা করে আর মাংসের দলা বের হয় তারপর থেকে ৬-৭দিন বড় বড় রক্তের চাকা গেসে।এরপর রক্তপড়া কিছুটা কমে আর ১৫তারিখ পুরা বন্ধ হয়।এর পর ২৮তারিখ আবার ব্লাড পড়া শুরু হয় ৩দিন মোটামুটি ব্লাড যায় তারপর বন্ধ হয়ে আবার ২দিন পর সারাদিনে ২-৩ফোটা ব্লাড পরে মাসিকের শেষের দিকে যেমন হয় তেমন।এটা কি মাসিক?নাকি ভিতরে কিছু রয়ে গেছে?
এখন ফেমিকন পিল খেলে কিছু হবে?