আপনার কথা অনুযায়ী প্রেগন্যান্ট হওয়ার কথা নয়। নারীদের বিভিন্ন কারনে পিরিয়ড পেছাতে পারে। সবচেয়ে কমন যেটা কারন সেটা হলো মানসিক চাপ। তাই চাপ মুক্ত থাকতে হবে। পরিমিত ঘুমাতে হবে। ৮ - ১০ দিন আয়রন পিল খেতে পারে।
তারপরেও পিরিয়ড না হলে প্রেগনেনসি টেস্ট করা দরকার।