এম এম কিট খাওয়ার পর স্বাভাবিক রক্তপাত হয় প্রায় ১০/১২ দিন।পরবর্তীতে নিয়মিত মাসিকের ডেট অনুযায়ী ২৫ দিন পর মাসিক হয়।৭/৮ দিন থেকে ভালো হয়ে যায়।২ দিন পর আবার শুরু হয়।প্রায় ১০/১২ ধরে মাঝেমধ্যে বেশি আবার মাঝেমধ্যে কম এভাবে টানা রক্তপাত চলছে।এটা কি স্বাভাবিক?