এতে ভয়ের কিছু নেই। প্রথম সহবাসে হাইমেন ছিড়লে ব্লিডিং হতেই পারে। তাছাড়া অনেক সময় যোনি পথ টাইট এবং শুকনা থাকলে অতিরিক্ত চাপের কারণে এবং জোর জবরদস্তির কারণে ভিতরে ক্ষতের সৃষ্টি হতে পারে। ফলে ব্লিডিং হতে পারে। তাছাড়া আগে থেকেই যোনিপথে ইনফেকশন থাকলে সেখান থেকেও ব্লিডিং হতে পারে।
আপাতত প্যারাসিটামল এবং সিভিট খেতে পারে। ব্লিডিং বন্ধ না হলে Xamic খেতে পারবে। আর ইনফেকশন এড়াতে এন্টিবায়োটিক সেবন করতে পারে। ধন্যবাদ।