যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য হলো:
১। দ্রব্যের মূল্য ও যোগানের মধ্যকার সমমুখী সম্পর্ক যখন তালিকার মাধ্যমে দেখানো হয়, তাই যোগান সূচি। অন্যদকিে যোগান সূচি যখন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে ।
২। ভোক্তা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক যোগান সূচি তাই প্রকাশ করে। অন্যদিকে, নির্দিষ্ট দামে
ভোক্তা দ্রব্যের কি পরিমাণ কিনতে ইচ্ছুক যোগান রেখা তাই প্রকাশ করে।
৩। যোগান সূচি গাণিতিকভাবে তালিকার মাধ্যমে দেখানো হয়। অন্যদিকে, যোগান রেখা জ্যামিতিকভাবে দেখানো হয়।
৪। যোগান সূচির একদিকে দ্রব্যের প্রতি এককের দাম এবং তদনুযায়ী দ্রব্যের কত একক ক্রয় করা হলো তা দেয়া থাকে। অন্যদিকে যোগান রেখার দু’টি অক্ষ (ধীরং) থাকে। একটি দামের অক্ষ এবং অপরটি যোগানের পরিমাণের অক্ষ।