রোম (বর্তমানে ইতালির রাজধানী) শহরকে কেন্দ্র করে ভূমধ্য সাগরের তীর ধরে রোমান সভ্যতার বিস্তার হয়। বিশ্বের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে এটি অন্যতম। রোম থেকেই নগর সভ্যতার বিকাশ ঘটে। এখানেই প্রথম কংক্রিট আবিষ্কৃত হয়।
ওই সময় থেকেই বড় বড় স্থাপত্য তৈরি শুরু হয়। রোমান সভ্যতায় স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়। রোমান সভ্যতা প্রায় ৬০০ বছর স্থায়ী হয়েছিল। রোমান সভ্যতায় গ্রিস সভ্যতারও প্রভাব ছিল।
দীর্ঘ সময় ধরে রোমান সম্রাটরা বিশাল ভূখণ্ড শাসন করে। রোমান সাম্রাজ্যকে শক্তিশালী ও বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করতে ভূমিকা রাখেন জুলিয়াস সিজার, আউগুস্তুস ও তাইবেরুস। দক্ষিণ ইউরোপ, পশ্চিম ইউরোপ, এশিয়া মাইনর, উত্তর আফ্রিকা, উত্তর ইউরোপ ও পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চল একসময় রোমান শাসনাধীন ছিল।