আমার স্ত্রীর যক্ষার ঔষধ খাওয়ার জন্য ২মাস Elisa পিল খাওয়ার পর বন্ধ করে দিতে হয়। প্রথমে পিরিয়ডের কোনো সমস্যা হয় নাই, ৩য় মাস থেকে অনিয়মিত হলেও ১০দিনের মধ্যে পিরিয়ড হতো।
গত ২মার্চ থেকে যক্ষার ঔষধ শেষ হয়েছে। attached রিপোর্ট গুলো ফেব্রুয়ারি ১৩ তারিখের। রিপোর্ট দেখে সেরকম আর কোনো সমস্যা নেই বলে ডাক্তার আগামী ৩মাসের জন্য Hemofix Fz (48mg) খেতে বলেন। সেটাই ফেব্রুয়ারি ১৪ থেকে চলমান।
সমস্যা হয়েছে, এইবার পিরিয়ড ডেট ফেব্রুয়ারি ২৫তারিখে থাকলেও প্রায় একমাস হতে চলল এখনও পিরিয়ড হয় নাই। মার্চ ৯ তারিখ থেকে পিরিয়ড হবার ১সপ্তাহ আগে যে ব্যাথা হয় সেরকম ব্যাথা হচ্ছে কিন্তু ১৫ দিন হয়েগেছে পিরিয়ড হয় নাই।
কিট টেস্ট করার পর প্রেগন্যান্সি নেগেটিভ আসছে।
পিরিয়ড না হবার কারণ কি ঔষধ এর জন্য নাকি অন্য কোনো সমস্যা??? আমাদের কি কোনো গায়ণী দেখাতে হবে??
দয়া করে করণীয় যদি বলতেন।