এটা ফাংগাল ইনফেকশন থেকে হয়ে থাকে। কাজেই চিকিৎসার দরকার আছে।
প্রাথমিক ভাবে নিওস্টেন ভিটি ট্যাবলেট পরপর তিন দিন রাতে ঘুমানোর আগে সহবাসের রাস্তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে চুলকানি এবং সাদা স্রাব দুটোই সেরে যাবে।
*পিল ভিতরে ঢুকানোর জন্য একটি কাঠি ও ছবিসহ নির্দেশনা পিলের প্যাকেটের ভিতরে দেয়াই থাকে। সেটা ভালোভাবে পড়ে পিল ব্যাবহার করবেন।
আর যদি এটা ঝামেলা মনে করেন তাহলে ওষুধ খেতে হবে। এজন্য আমার সাথে ফেসবুকে মেসেজে কথা বলতে পারেন। ধন্যবাদ।