মাসিক হয়েছে ২৭ সেপ্টেম্বর
২২ অক্টোবর রাতে ইমার্জেন্সি পিল সেবন করা হয়েছে। অরক্ষিত সহবাস করা হয়েছে ২৩ অক্টোবর সকালে তবে লিঙ্গ অর্ধেক ভিতরে থাকা অবস্থায় বীর্যপাত হয়েছে। পরবর্তী মাসিক হয়েছে ৩ নভেম্বর। তারপর মাসিক হয়েছে ১৩ ডিসেম্বর। আবার জানুয়ারির ৯ ও ১০ তারিখ প্রটেকশন নিয়ে সহবাস করা হয়েছে, কিন্তু ২-৩ বার খালি লিঙ্গ ঢুকানো হয়েছে যার কারণে কামরস ভিতরে গেছে হয়তো।
আজ ২০ জানুয়ারি এখনও মাসিক হচ্ছে না। দুবার মাসিক হয়েছে তাই টেস্ট করা হয় নি। তাহলে এখন কি গর্ভে বাচ্চা থেকে গেল?
তাছাড়া পিল খাওয়ার পর পেট ও পুরো শরীর হালকা মোটা হয়েছে। এটা কি স্বাভাবিক?