কোনো দ্রবণে উপস্থিত কোনো অম্ল বা ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ঐ অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলে । লঘু দ্রবণে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যেমন- মৃদু এসিড বা মৃদু ক্ষারকের বিয়োজন মাত্রা ঐ এসিড বা ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যাস্তানুপাতিক। ।