ঘোষনাঃ
সম্মানীত সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে সাইটের র‌্যাংক কমে গেছে। তাই এআই উত্তর আর অনুমোদন দেওয়া হবে না।
219 বার দেখা হয়েছে
"বিশিষ্ট ব্যক্তি" বিভাগে করেছেন
Divide and rule "ভাগ করো এবং শাসন করো" - থিউরীটি কার? তিনি কখন কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন? 

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Divide and rule "ভাগ করো এবং শাসন করো" - থিউরীটি গ্রীক দার্শনিক এরিস্টটলের। পুরো দুনিয়ায় রাজত্বকারী বিশ্ববিখ্যাত বাদশাহ ইস্কান্দার বা সেকান্দার যখন পারস্য রাজ্য জয় করেছিলেন, তখন কিভাবে তিনি পারস্য শাসন করবেন এ ব্যপারে পরামর্শ চেয়ে স্বীয় শিক্ষক বিশ্ববিখ্যাত গ্রীক দার্শনিক এরিস্টটলের নিকট পত্র লিখেন। ছাত্রের পত্র পেয়ে এরিস্টটল তখন তাঁর এই বিশ্ববিখ্যাত উক্তিটি করেন। যার সম্পূর্ণ বিবরণ এই - 

যখন বাদশাহ ইস্কান্দার পারস্য রাজ্য জয় করলেন তখন তাঁর শিক্ষক এরিস্টটলের নিকট এ ব্যাপারে (রাজ্য পরিচালনা সম্পর্কে) তার মতামত চেয়ে পত্র লিখলেন। তিনি মতামত ব্যক্ত করে উত্তর লিখলেন, ''তুমি পারস্যবাসীর মাঝে তাদের দেশকে বিভক্ত করে দাও। আর যাকে যে প্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত করবে তাকে ‘'বাদশাহ'' উপাধিতে ভূষিত করে দাও এবং তার প্রদেশের রাজত্ব পৃথক করে দিয়ে তার মাথায় বাদশাহী মুকুট পরিয়ে দাও- যদিও তার দেশ ছোট হোক না কেন। কেননা বাদশাহ্ উপাধিতে ভূষিত ব্যক্তি মাত্রই অন্যের সামনে নত হবে না। আর এ কারণে অবশ্যই তাদের পরস্পরের সঙ্গে একে অপরের রাজ্যের উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা অব্যাহত থাকবে। ফলে তোমার সাথে তাদের যে যুদ্ধ অবধারিত ছিল তা (তোমার সাথে না হয়ে) তাদের পরস্পরের মধ্যেই আবর্তিত হতে থাকবে। 

তখন তুমি যদি তাদের কাছে ভিড় তাহলে তারা তোমার অনুগত হবে। আর যদি তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখ তাহলে তারা তোমাকে সম্মান করবে। আর এতে (অর্থাৎ এই রাষ্ট্র বিভক্তি ব্যবস্থাপনায়) তাদেরকে তোমার থেকে অমনোযোগী রাখার ব্যাপার বিদ্যমান রয়েছে। (অর্থ্যাৎ তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকবে এবং তোমার বিরুদ্ধে যুদ্ধে সকলে একত্রিত হওয়ার সুযোগ ও মনমানসিকতা থেকে বিরত থাকবে) এবং (এই ব্যবস্থাপনার মাধ্যমে) তোমার পরবর্তী তোমার স্থলাভিষিক্ত রাজাদের বিরুদ্ধেও (পারস্যবাসীর পক্ষ থেকে) কোনো বিশৃঙ্খলা ঘটানোর থেকেও নিরাপত্তা রয়েছে। 

 এরিস্টটলের এই মতামতে বাদশাহ ইস্কান্দারের পূর্ণ  বিশ্বাস হয়ে গেল যে, এটাই সঠিক মত। সুতরাং তিনি তাঁর শিক্ষকের দেয়া পরামর্শ অনুযায়ী  পারস্যবাসীদেরকে বিভিন্ন রাজ্যে বিভক্ত করে দিলেন, এবং পারস্য আমীরদের প্রত্যেকের জন্যই আলাদা আলাদা রাজ্য তৈরী করে প্রত্যেককেই নিজ নিজ অঞ্চলের তথা রাজ্যের বাদশাহ্ উপাধিতে ভূষিত করে দিলেন। 

বলা হয়ে থাকে যে, ( বাদশাহ্ ইস্কান্দার গ্রীক দার্শনিক এরিস্টটলের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার কারণে) পারস্যবাসী চারশত বছর পর্যন্ত পরস্পরে বিভক্ত ছিল।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 জুলাই, 2021 "নাটক" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 জুলাই, 2021 "নাটক" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
3 ফেব্রুয়ারি "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Zahidul^Islam
1 টি উত্তর
1 টি উত্তর

36,000 টি প্রশ্ন

35,255 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,753 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
6 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 6 জন অতিথি
আজকে ভিজিট : 12075
গতকাল ভিজিট : 11577
সর্বমোট ভিজিট : 51866942
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...