361 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

নভেম্বর মাসের ১৯ তারিখে আমাদের মধ্যে সেক্স হয়৷ ঐদিন আমি ইমার্জেন্সি পিল নোরিক্স খাই ৷ তারপর 29 তারিখে আমার কিছু ব্লাড যায়। তারপর আবার ডিসেম্বর মাসের 11 তারিখে আমাদের মধ্যে সেক্স হয়, ঐদিন আমি আবার ইমার্জেন্সি পিল খাই তারপর ১৮ তারিখে আমার অনেক পেট ব্যাথা হয় এবং দুই তিন দিনের মত হালকা রক্ত ছোপ ছোপ দেখা যায়। 

তারপর আমার জানুয়ারি মাসে মাসিক হওয়ার কথা কিন্তু আমার মাসিক হয় নাই ।তারপর আবার জানুয়ারির ৩০ তারিখে আমাদের মধ্যে সেক্স হয় কিন্তু ভেতরে আমার স্বামীর বীর্য গেছে কিনা আমি শিওর না ৷ ঐদিন আমি কোন প্রটেকশন নেই নি। তারপর আবার আমাদের মধ্যে ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে সেক্স হয়, ঐদিন আমি আবার ইমার্জেন্সি পিল খাই পরদিন ৫ তারিখে আবার সেক্স হয় ঐদিন আমরা কোন প্রটেকশন নেই নি, কেননা বীর্য ভেতরে গেছে কিনা শিওর না। 
তারপর আমি কিটে টেস্ট করি তখন নেগেটিভ দেখায় কিন্তু ৬ তারিখে সকালে টেস্ট করে পজিটিভ আসে তারপর আবার ৮ তারিখ সকালে যখন কিটে টেস্ট করি সেখানে নেগেটিভ দেখায়৷ তারপর ডাক্তারের কাছে যাই ৷ মেডিকেলে গিয়ে ইউরিন দিয়ে প্রেগনেন্সি টেস্ট করায় রিপোর্টে নেগেটিভ এসেছে ৷ 
ডাক্তার আমাকে নর্মেন্স ট্যাবলেট দিয়েছে পাঁচদিন খাওয়ার জন্য দিনে তিনবার করে। তারপরও খুব ভয় হচ্ছে কিটে কেন একবার পজিটিভ আসলো তারপর আবার নেগেটিভ আসলো আমি আট তারিখ রাতে থেকে নরমেলস ট্যাবলেট খাওয়া শুরু করেছি পাঁচ দিন খেতে বলেছে। 
এখনো কি আমার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে??? 
দয়া করে এটা একটু বলবেন কিটে কেন একবার পজিটিভ আসলো তারপর তিন চার বার টেস্ট করে সব বারে নেগেটিভ এসেছে৷  মেডিকেলেও নেগেটিভ এসেছে।।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
জ্বী, কিটে অনেক সময় ভুল রেজাল্ট আসে ৷ তাই চিন্তার কিছু নেই৷ আপনি গর্ভবতী নন৷ 

তবে একটা কথা জেনে রাখা দরকার৷ এভাবে ঘন ঘন ইমারজেনসি পিল খাওয়া ঠিক নয়৷ এতে শারীরিক, মানসিক বিভিন্ন সমস্যা তৈরি হবে৷ 

৪ - ৬ মাস পর ইমারজেনসি পিল খাবেন, সেটা শরীর মানিয়ে নিবে৷ কিন্তু মাসে দুই তিনবার কিংবা প্রতি মাসে এক দুই বার খাবেন সেটা শরীরের জন্য ভালো নয়৷ 

এর মারাত্মক সাইডইফেক্ট হতে পারে৷ ভবিষ্যতে বাচ্চা নিতে সমস্যা হবে৷ এছাড়া ব্রেস্ট ক্যানসার, জরায়ু ক্যানসার, ওভারিতে সিস্ট, টিউমার বা ক্যানসার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়৷ তাই সময় থাকতে সাবধান হন৷ পিল না খেয়ে আপনার স্বামীকে কনডম ব্যবহার করতে বলুন৷ এটাই সবচেয়ে নিরাপদ এবং দুইজনের জন্যই মঙ্গল ৷  ধন্যবাদ ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর

36,618 টি প্রশ্ন

35,875 টি উত্তর

1,776 টি মন্তব্য

3,867 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 7 জন অতিথি
আজকে ভিজিট : 5422
গতকাল ভিজিট : 13959
সর্বমোট ভিজিট : 56486695
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...