ঘোষনাঃ
সম্মানীত সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে সাইটের র‌্যাংক কমে গেছে। তাই এআই উত্তর আর অনুমোদন দেওয়া হবে না।
355 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন

2 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সূর্যগ্রহনের সময় হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমল করতেন তা নিচের এই ঘটনাটির মাধ্যমে আমরা পুরোপুরি জানতে পারি। 

হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় একবার সূর্যগ্রহণ হয়। সাহাবায়ে কেরাম (রাযিঃ) চিন্তা করলেন যে, এই অবস্থায় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন এবং কি কি কাজ করেন তা দেখতে হবে। যাঁরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তাঁরা কাজ-কর্ম ছেড়ে দৌড়ে চলে আসলেন। যে সমস্ত যুবক সাহাবী ছেলেরা মাঠে তীর চালনার অনুশীলন করিছিলেন, তাঁরাও সেই প্রশিক্ষণের কাজ ছেড়ে ছুটে  আসলেন এই আশায় যে, সূর্যগ্রহনের এই সময়টাতে  হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন বা করবেন সেটা তাঁরা দেখবেন। 

হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় দুই রাকাআত সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামায পড়লেন। যা এত দীর্ঘ ছিল যে, লোকেরা বেহুঁশ হয়ে পড়ে যাচ্ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে কাঁদছিলেন আর এই দোয়া করছিলেন—“হে পরওয়ারদিগার! আপনি কি আমার সাথে এই ওয়াদা করেন নি যে, আমি (আমার উম্মতের মধ্যে জীবিত অবস্থায়) বর্তমান থাকাকালীন সময়ে  তাঁদেরকে আযাব দিবেন না, আর তাঁরা যখন ইস্তেগফার করতে থাকবে তখনও তাঁদেরকে আযাব দিবেন না।”

উল্লেখ্য যে, সূরা আনফালে আল্লাহ তায়ালা এই ওয়াদা করেছেন-
وَمَا كَانَ اللهُ لِيُعَذِّبْهُمْ وَأَنتَ فِيْهِمْ وَمَا كَانَ اللهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
অর্থঃ- আপনি তাঁদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ্ পাক তাঁদেরকে শাস্তি দেবেন না, এবং আল্লাহ্ পাক তাঁদেরকে ইস্তেগফার করা অবস্থায়ও তাঁদেরকে শাস্তি দেবেন না। 

অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নসীহত করলেন—যখনই এমন অবস্থা হবে এবং সূর্য অথবা চন্দ্রগ্রহণ হবে তখন তোমরা ভীতসন্ত্রস্ত হয়ে নামাযে মনোনিবেশ করবে। আমি আখেরাতের যেসব অবস্থা দেখতে পাই যদি তোমরা সেটা জানতে তবে তোমরা কম হাসতে এবং বেশী কাঁদতে। যখনই এরূপ অবস্থা ঘটবে তখন নামায পড়বে, দোয়া করবে ও দান-খয়রাত করবে।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নবীজির আমল : সূর্যগ্রহণের সময় তিনি এ আশঙ্কায় করলেন যে, কিয়ামতের মহাপ্রলয় বুঝি সংঘটিত হবে। তিনি (তাড়াতাড়ি) মসজিদে এলেন। অত্যন্ত দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, সিজদাসহ নামাজ আদায় করলেন।

এরকম আরও কিছু প্রশ্ন

36,000 টি প্রশ্ন

35,265 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,753 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
3 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 3 জন অতিথি
আজকে ভিজিট : 4928
গতকাল ভিজিট : 17493
সর্বমোট ভিজিট : 51877285
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...