পিল খেলে কোন সমস্যা হবে না৷ তবে পিল খাওয়ার নিয়ম হলো প্রতি মাসের মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হয় ৷ মাসের অন্য সময় পিল খাওয়া শুরু করলে পিল কাজ নাও করতে পারে৷
তাই মাসিক শুরু হওয়া পর্যন্ত কন-ডম ব্যবহার করতে হবে৷ মাসিক শুরু হলে নতুন করে পিল খাওয়া শুরু করতে পারেন ৷ ধন্যবাদ ৷