জাভাতে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক ওয়েবসাইট আছে তার মধ্যে সেরা ওয়েবসাইট
http://video.2yxa.mobi/?lang=en এট।এখানে অনেক সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।নিচের পদ্ধতিগুলো ফলো করুন।
-- প্রথমে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করবেন তার পুরো ভিডিও এর টাইটেলটি কপি করুন।
-- এখন এখানে যান:
https://video.2yxa.mobi/?lang=en .
এখন একটি ফরম দেখতে পাবেন সেখানের প্রথম বক্স এ কপি করা ভিডিও টাইটেলটি পেষ্ট করে দিয়ে নিচের সব ঠিক রেখে নিচের সার্চ বাটন এ ক্লিক করুন।
-- এখন একটু ক্যাপচা কোড আসবে আর বক্স আসবে সেই বক্সে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট বাটন এ ক্লিক করলেই অটো অন্য পেজ এ নিয়ে যাবে।
-- এখন যে ভিডিওটি সার্চ করেছেন তা চলে আসবে তার উপর একটা ক্লিক করুন।
-- এখন অনেক অপশন পাবেন যেমন: Create mp4, Create mp3, Create Original Video ইত্যাদি।এভাবে আপনি ভিডিওটি যে ফরমেট এ ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন।
-- এখন ভিডিওটি কর্নবাট হবে নিচে Refresh বাটন পাবেন সেখানে ক্লিক করতে থাকুন যখন কর্নবাট হবে অটো আগের পেজ এ নিয়ে যাবে।কর্নবাট হতে বেশি টাইম লাগে না 1 মিনিট এর আগেই হবে।
-- এখন আপনি যে ফরমেটটিতে ক্লিক করেছেন তাতে এরকম দেখাবে : Download mp4,mp3 etc. সেখানে আবার ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।