Question2Answer (Q2A) সাইটে Google AdSense পাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন ও উত্তর বাধ্যতামূলক নয়, তবে গুণগত মান ও কনটেন্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। সাধারণভাবে, একটি Q2A সাইটে AdSense অনুমোদনের জন্য অন্তত ৫০–১০০টি ভালো মানের প্রশ্ন এবং প্রতি প্রশ্নে ১–২টি মানসম্মত উত্তর থাকা উচিত।
Google মূলত দেখে সাইটটি কনটেন্ট সমৃদ্ধ কিনা, কপি-পেস্ট ছাড়া ইউনিক ও উপকারী তথ্য আছে কিনা। সাইটের ডিজাইন পরিষ্কার, ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল রেস্পনসিভ হওয়া দরকার।
সাথে থাকতে হবে একটি পরিষ্কার নেভিগেশন, About এবং Contact পেজ। প্রশ্ন ও উত্তরগুলো যেন ভিন্ন ভিন্ন বিষয়ে হয় এবং গুগলে সার্চ করলে তাদের কিছু প্রশ্ন দেখা যায় এমন অবস্থায় থাকলে ভালো।
নতুন সাইট হলে অন্তত ২–৩ মাস পুরনো হওয়া, দৈনিক কিছু ভিজিটর থাকা এবং নিরবচ্ছিন্ন কনটেন্ট আপডেট থাকলে AdSense অনুমোদনের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
Ask-ans এর মতো আরো একটি Question2Answer (Q2A) সাইট হলো Easyanswer. এই সাইটে Ask-ans এর মতো অনেক প্রশ্ন না থাকলেও Google AdSense পেয়েছে। ভিজিট করতে ঃ https://www.easyanswer.top/