ঘোষনাঃ
সম্মানীত সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে সাইটের র‌্যাংক কমে গেছে। তাই এআই উত্তর আর অনুমোদন দেওয়া হবে না।
278 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
এ কথা বলার বা এমন বিশ্বাস রাখার কোনো সুযোগ আছে কিনা যে, হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র প্রমুখ আল্লাহর নবী ছিলেন? 

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
না! এ কথা বলা যায় না। কেননা নবুয়ত একটি বিশেষ পদমর্যাদা, যা আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে তাঁর মনোনীত বিশেষ বান্দাগণকে দান করা হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত শরীয়তের মাধ্যমে এ কথা জানা না যাবে যে, এ বিশেষ পদমর্যাদাটি আল্লাহ তা'য়ালা অমুক ব্যক্তিকে দান করেছিলেন ততক্ষণ পর্যন্ত আমরাও বলতে পারি না যে, তিনি আল্লাহর নবী ছিলেন। যদি আমরা শরীয়ত সম্মত সঠিক প্রমাণ ছাড়া শুধু নিজের মতো কোন লোককে নবী মনে করে নিই এবং প্রকৃতপক্ষে তিনি নবী না হয়ে থাকেন, তবে এই ভুল বিশ্বাসের জন্য আল্লাহ তা'য়ালার দরবারে কঠোর জবাবদিহিতা করতে হবে।

এ বিষয়টা এভাবে আমরা বুঝতে পারি যে, আমাদের মধ্যে কেউ যদি কেবল নিজের ধারণায় কোন লোককে সরকারের প্রতিনিধি বা গভর্নর-জেনারেল মনে করে, আর সে লোক আসলেই গভর্নর না হয়, তবে সরকারের কাছে সে ব্যক্তি অপরাধী বা দোষী সাব্যস্ত হবে। কেননা এমন এক ব্যক্তি- যাকে সরকার  গভর্নর হিসেবে নিযুক্ত করেন নি, এমন একজন লোককে সে গভর্নর জেনারেল মনে করে সরকারের প্রতি একটি ভুল বিষয়ের সম্বন্ধ স্থাপন করল, যা অন্যায়!!! 

 সুতরাং বিগত লোকদের মধ্যে আমরা বিশেষ করে সেসব সম্মানিত মনোনীত বিশেষ ব্যক্তিদেরকেই নবী  বলতে পারি, যাঁদের নবী হওয়া শরীয়তের মাধ্যমে প্রমাণিত হবে এবং কুরআন হাদীসে তাঁদেরকে নবী বলে অবহিত করা হয়ে থাকবে।

সুতরাং হিন্দু কিংবা অন্যান্য জাতির সম্প্রদায়ের দেবতা বা অবতারদের সম্পর্কে আমরা বড়জোড় এতটুকু বলতে পারি যে, যদি তাদের কর্ম ও আকিদা বিশ্বাস সঠিক হয়ে থাকে এবং তাদের শিক্ষা আসমানী শিক্ষার বিপরীত না হয়ে থাকে এবং তারা যদি মানবজাতির হেদায়েত ও পথ প্রদর্শনের কাজ করে থাকে, তবে সম্ভবত তারা নবী হয়ে থাকবে। কিন্তু এ কথা বলা যে, তারা নিশ্চিতই নবী ছিল- এটা একান্তই দলীলবিহীন উক্তি বা ভিত্তিহীন অনুমান মাত্র।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর

36,000 টি প্রশ্ন

35,265 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,753 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
6 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 6 জন অতিথি
আজকে ভিজিট : 13517
গতকাল ভিজিট : 17493
সর্বমোট ভিজিট : 51885867
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...