"ইরাদাহ্" আল্লাহ তা'য়ালার একটি বিশেষ গুণ।
ইরাদাহ্ এর আভিধানিক অর্থ হচ্ছে- সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় ইরাদাহ্ বলা হয়, নিজের ইচ্ছানুযায়ী কাজ করা। অর্থাৎ আল্লাহ তা'য়ালা যে বিষয়ের ইচ্ছা করেন তা নিজ এখতিয়ার বা অধিকারে সৃষ্টি করে ফেলেন এবং যে বিষয়কে ইচ্ছা নিজ এখতিয়ারে নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর সমস্ত বিষয় তাঁর একচ্ছত্র অধিকার ও ইচ্ছায় সম্পন্ন হয়। বিশ্বের কোনো কিছুই তাঁর ইচ্ছা ও এখতিয়ারের বাইরে নয়। তিনি কোন কাজে (করা বা না করার ব্যাপারে) বাধ্য নন।