আমার মোলার প্রেগন্যান্সির কারনে ডি&সি করিয়েছিলাম ৩ মাস আগে এখন বেটা সি জি বাড়তি আছে পয়েন্ট, আলট্রাসাউন্ড করিয়েছি বললো জরায়ুতে কিছু রয়ে গেছে 5mm সম্ভবত আবার ডি&সি করাতে বললো আমার এখনো ব্লিডিং হচ্ছে টানা ১৪ দিন অন্য ডাক্তর আমাকে ঔষধ দিয়েছে সব পরিষ্কার হওয়ার জন্য আমি এখনো খাইনি কি করবো বুঝিতছি না।আমার কি করা উচিত?