চাঁদে পৃষ্ঠে পানি তরল অবস্থায় থাকতে পারেনা। যখন পানি সূর্যের রেডিয়েশনে উম্মুক্ত হয় তখন ফটোডিসোসিয়েশন নামক প্রক্রিয়ায় পানি ভেঙে যায় এবং মহাকাশে হারিয়ে যায়। ১৯৬০'এর দশক থেকে বিজ্ঞানীরা বলে আসছিলেন যে গ্রহাণুয় আঘাতের ফলে তৈরি ক্রেটারগুলিতে কিছু পানি জমে থাকতে পারে।