এমএমকিট সেবন করানোর পর গর্ভপাত সফল হয়েছে কি না তা জানতে হলে একমাস পরে কিট পরীক্ষা করে দেখুন ৷ এর আগে পরীক্ষা করলে রেজাল্ট পজিটিভ আসতে পারে ৷ কেননা গর্ভ নষ্ট হয়ে যাবার পর জরায়ু পূর্বের অবস্থায় ফিরে আসতে মোটামুটি এক মাস সময় লেগে যায়৷ তাই একমাস পরে টেস্ট করুন ৷