ইতিহাস গত ভাবে এর উৎপত্তি ধরা হয় ৭ম শতকের শুরুর দিকে মক্কায় নবী মুহাম্মদের নবুয়াতের পরবর্তী সময় থেকে। ৮ম শতক নাগাত উমাইয়া খিলাফাত পশ্চিমে ইবেরিয়া (স্পেন) থেকে পূর্ব সিন্ধু নদ পর্যন্ত বিরাট অঞ্চল জুড়ে সম্প্রসারিত হয়। ৮ম থেকে ১৩ শতকের ঐতিয্যগত ভাবে ইসলাম স্বর্ণযুগ বলা হয়।