কোনো পৃষ্ঠে চাপ ৫০ Pa (প্যাসকেল) বলতে বোঝায় যে, সেই পৃষ্ঠের প্রতি ১ বর্গমিটার জায়গায় ৫০ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ চাপের মান নির্ভর করে বলের পরিমাণ ও বল যে এলাকায় প্রয়োগ হচ্ছে তার ওপর। সূত্র অনুযায়ী —
চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)।
তাই ৫০ Pa মানে হলো, প্রতি বর্গমিটারে ৫০ N বল পৃষ্ঠে লম্বভাবে কাজ করছে।