গ্রামের দিকে রাতে কুকুর বা বেড়ালের কান্না খুবই সাধারন ব্যাপার। তবে শহরে রাতে কুকুর বা বেড়ালের কান্না অত্যন্ত অশুভ হিসাবে মনে করা হয়। বাড়ির বড়রা বলে থাকেন যে রাতে বাড়ির বাইরে কুকুর কাঁদলে কারোর মৃত্যু হতে পারে। তাই রাতে কুকুর কাঁদলে তাড়িয়ে দেওয়া হয়। তবে এর পেছনের আসল কারণটা জানলে আমরা আর কুকুরকে ভয় পাবনা। আসলে আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি, তা আসলে মোটেও কুকুরের কান্না নয়। রাতের বেলা ওরকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে। যাতে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে।