ঘোষনাঃ
সম্মানীত সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে সাইটের র‌্যাংক কমে গেছে। তাই এআই উত্তর আর অনুমোদন দেওয়া হবে না।
371 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
১। প্রথম কাজ হলো তিলওয়াত শুদ্ধ করে নেয়া। এটা একা একা পারবেন না। কোনো আলেমের থেকে শিখে নিতে হবে। যদি ছোটকালে শিখে থাকেন এবং এখনো কনফিডেন্ট যে আপনার তিলওয়াত ঠিক আছে, তবে যে কোনো আলেমের কাছে ১০ মিনিট বসে বলবেন “দেখেন তো আমি কোরআন দেখে দেখে পড়ছি। আমার পড়া ঠিক আছে কিনা?”

যদি বলে ঠিক আছে, তবে হলো।

২। অনেকে ধারনা করে মুখস্ত করার জন্য দ্রুত বার বার পড়তে হয়। এটা ভুল। খুব শুদ্ধভাবে পূর্ন মনোযোগ দিয়ে একটা একটা শব্দ পড়তে হবে। একটা শব্দকেই কয়েকবার যতক্ষন না সেটা শিখা হচ্ছে। এর পর পরের শব্দ। দ্রুত না। বরং শুদ্ধ করে ধীরে তেলওয়াতের মত।

৩। আপনার সময়ের ৯০% সময় যাবে আগের মুখস্ত রিভিউ করতে। ১০% সময় নতুন মুখস্ত করার পেছনে। এটাই স্বাভাবিক।

৪। মুখস্ত করার সবচেয়ে উত্তম সময় ফজরের আগে। কারো মতে মাগরিবের পরে। তবে মাগরিবের পরে ছাত্ররা ছাড়া বাকি সবাই ব্যস্ত থাকে।

কমপক্ষে ৩০ মিনিট পড়লেও আগাতে পারবেন। এটা নতুন মুখস্ত করার জন্য।

৫। রিভিউ যখনই অবসর পান করতে হবে। জ্যমে আটকিয়ে আছেন? অপেক্ষা করছেন? এই সব সময়ে।

৬। একটা ভালো প্রেকটিশ হলো প্রতি নামাজের ২০ মিনিট আগে মসজিদে চলে গিয়ে জামাতের পুর্ব পর্যন্ত রিভিউ করা।

৭। প্রতি রাতে তাহাজ্জুদের সময় যতটুকু আপনার আগে মুখস্ত আছে সেখান থেকে ১ পারা করে পড়তে হবে। এটা একটা ভিত্তির মত যেটা করলে আপনি আর আগের মুখস্ত ভুলবেন না ইনশাল্লাহ। কোরআনের নূর নিজের মাঝে রিফ্লেক্ট হবে। এবং সমস্যায় পড়ে গেলে স্বরন হয়ে যাবে, ঐ আয়াতে এই কথা ছিলো, সেই আয়াতে আল্লাহ বলেছিলেন এই কথা। এরকম। পথ খুজে পাবেন।

৮। প্রথম ৫ পারা মূখস্ত করা একটু কষ্টকর হবে। কিন্তু এটা হয়ে গেলে বাকিটা এর পর সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।

৯। মুখস্ত করার সময় কেউ প্রথম সুরা বাকারা থেকে আরম্ভ করে। কেউ শেষ থেকে একটা একটা সুরা মুখস্ত করে প্রথম দিকে আসতে থাকে। অনেক মাদ্রাসায় শেষ ৫ পারা মুখস্ত করিয়ে এর পর প্রথম থেকে আরম্ভ করে। যেটা আপনার ভালো মনে হয়।

১০। আপনি কোরআন শরিফের যে কপি থেকে মুখস্ত করবেন সারা জীবন ঐ জায়গা পড়ার সময়ে ঐ বইয়ের পৃষ্ঠাগুলো আপনার চোখে ভাসবে। তাই একটা ভালো কপি থেকে মুখস্ত করতে হবে।

হাফেজি কোরআন হয় ২০ পৃষ্ঠায় প্রতি পারা। এরকম একটা কোরআন শরিফের কপি জোগাড় করতে হবে। যত হাফেজ আছে কেউ আয়াতের নম্বর না বলতে পারলেও ঐ পৃষ্ঠা আরম্ভ হয়েছে এই আয়াত থেকে এটা বলতে পারবেন। এটা চোখে ভাসবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
9 ফেব্রুয়ারি, 2021 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
9 ফেব্রুয়ারি, 2021 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর

36,000 টি প্রশ্ন

35,265 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,754 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
5 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 5 জন অতিথি
আজকে ভিজিট : 19194
গতকাল ভিজিট : 17493
সর্বমোট ভিজিট : 51891541
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...