পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ বলা হয় কারণ—
এতে হাইড্রোকার্বন (কার্বন ও হাইড্রোজেনযুক্ত যৌগ) প্রধান উপাদান, যেমন — অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন।
এসব যৌগ জীবাশ্ম থেকে (উদ্ভিদ-প্রাণীর অবশেষ) উৎপন্ন হয়।
পেট্রোলিয়াম একক পদার্থ নয়, এতে বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ থাকে যেমন— গ্যাসোলিন, ডিজেল, কেরোসিন, লুব্রিকেন্ট ইত্যাদি।
তাই একে বলা হয় জৈব যৌগের মিশ্রণ।