শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন বা ১৫২ বছর ক্ষমতায় ছিলো। ইলিয়াস শাহী বংশের ১৩৪২ সাল থেকে ১৪১৫ সাল পযন্ত একটানা ৭৩ বছর ধরে অবিভক্ত বাংলা শাসন করে এবং এরপর মাঝখানে প্রায় ২০ বছর বাদ দিয়ে আরো ৫২ বছর তাদের শাসন কায়েম করেন।