অনলাইনে NID কার্ড দেখার জন্য প্রথমে আপনাকে জাতীয় পরিচয়পত্রের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (https://services.nidw.gov.bd)। সেখানে আপনার অ্যাকাউন্ট না থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আর থাকলে সরাসরি লগইন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনার NID নাম্বার বা ভোটার স্লিপের ফর্ম নাম্বার, জন্মতারিখ এবং মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নম্বরে একটি OTP কোড যাবে, সেটি দিয়ে ভেরিফাই করলে অ্যাকাউন্ট তৈরি হবে। এরপর লগইন করে “প্রোফাইল” বা “NID Card Download” অপশনে গিয়ে আপনি আপনার অনলাইন NID কপি দেখতে পারবেন এবং পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তবে নতুন NID কার্ড অনলাইনে দেখার জন্য আপনার বায়োমেট্রিক এবং ছবি ইতিমধ্যে এনরোল্ড থাকতে হবে। যদি সাইটে কোনো কারণে প্রবেশ না হয়, তবে পরবর্তীতে আবার চেষ্টা করা বা NID অফিসে যোগাযোগ করা ভালো। এতে আপনি সহজেই ঘরে বসে নিজের NID তথ্য দেখতে পারবেন।