সপ্তম আসমানে বসবাসকারী ফেরেশতাদের কাবা হচ্ছে বায়তুল মামুর।আল্লাহ তায়ালা বলেন,
وَالْبَيْتِ الْمَعْمُوْرِ
অর্থঃ শপথ বায়তুল মা’মূরের। সুতরাং বাইতুল মামুর হলো সপ্ত আকাশের ওপর অবস্থিত সে ইবাদতখানা যেখানে ফেরেশতারা ইবাদত করেন। এই ইবাদতখানা ফেরেশতাগণের দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না।অর্থাৎ ফেরেশতারা সেখানে ‘ইবাদত ও তাওয়াফ করে, যেমন দুনিয়াবাসী কাবা ঘর তাওয়াফ করে। সেটা আকাশবাসীদের জন্য কাবা।