পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম হলো দক্ষিণ ২৪ পরগণা । আগে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা একটি ছিল “চব্বিশ পরগণা” নামে। ১৯৮৬ সালের ১লা মার্চ ২৪ পরগনা জেলাকে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগণা এই দুভাগে ভাগ করা হয়েছে। বাংলার নবাব মীরজাফর ১৫ ই জুলাই ১৭৫৭ সালে কলকাতার দক্ষিণ পূর্বে ২৪ টি পরগনার জমিদারি সত্ত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোগ করার অধিকার দেন। এই চব্বিশটি পরগনা ব্রিটিশদের দেওয়ার পর থেকে অঞ্চলটির নাম হয় ”২৪ পরগণা।“