ring id অ্যাপ থেকে দিনে ৫০ টাকা তো দুরের কথা ২ টাকাও ইনকাম করা যায় না। একটা রেফার করলে ২০ টাকা ওয়ালেট এ যোগ হয়। এভাবে নাহয় চার থেকে পাঁচ টা নিজের বা আশে পাশের মানুষের নম্বর দিয়ে রেফার করলো একশো থেকে দেরশো টাকা ওয়ালেট এ যোগ হইলো টাকা তো উঠাইতেই পারবে না মিনিমাম উইথড্র পাঁচশো টাকা। পরে আর ইনকাম ও করতে পারবে না । আরেক টা কাজ আছে এড ভিউ । এড ভিউ এর জন্য এক ঘন্টায় এক থেকে পাচ পয়েন্ট দেয় এক হাজার পয়েন্ট হতে ছয় মাস লাগবে। এক হাজার পয়েন্ট এ আশি টাকা আশি টাকা মাত্র। ভাবুন।