বাণিজ্যি ব্যাংকের প্রধান কার্যাবলি গুলো হলো: ১)আমানত গ্রহণ ও সুদ প্রদান। ২)মুলধন গঠন। ৩)ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। ৪)ঋণ আমানত সৃষ্টি। ৫)বিনিময় মাধ্যেম সৃষ্টি। ৬)নোট ইস্যু। ৭)অছি হিসেবে কাজ। ৮)আমদানি-রপ্তানিতে সাহায্য। ৯)সরকারের কোষাগার হিসেবে কাজ করে। ১০)বিনিময় বিল ভাঙানো।