ঘোষনাঃ
সম্মানীত সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে সাইটের র‌্যাংক কমে গেছে। তাই এআই উত্তর আর অনুমোদন দেওয়া হবে না।
647 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমি আমার  বয়ফ্রেন্ডর সাথে ৮ জুন  সেক্স করে ফেলি এক্সিডেন্টলি। 

সেক্স করার সময় কনডম ব্যবহার করা হয়েছিল। কিন্তু কন্ডম ফেটে যায়। নোরিক্স খেয়েছে দেরী করে ১১জুন। ( প্রায়ই ৭০ ঘন্টা পর)।

নরমালি প্রতিমাসের ৫ তারিখ  পিরিয়ড হয়, কিন্তু আজকে ১১ জুলাই পিরিয়ড হচ্ছে না। 

আমার এক আপু বলেছিল, ফেমিকন খেলে নাকি পিরিয়ড রানিং হবে।  আমি ৭ জুলাই তারিখ এবং ৮ জুলাই ফেমিকন খাই ২ টা করে ৪ টা। কিন্তু তাতে কিছুই হয়নি বরং সাদা স্রাব যাচ্ছে ঘন। 

যাক আমি ভেবেনিলাম আমি প্রেগন্যান্ট।  আমি আজকে ১১জুলাই সকালে প্রেগন্যান্সি টেস্ট করলাম, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসছে।    

আমি এখন অনেক ভয় পাচ্ছি। 

উক্ত বিষয় গুলো বাসায় জানে না। জানানোর মত সিচুয়েশন নেই। 

আমি এখন কি করব?  অনুগ্রহ করে জানাবেন। 

বয়স আঠারো। এমনিতে ভাল আছি। 

  

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

প্রশ্ন করার জন্য ধন্যবাদ৷ আসলে আপনার মাসিক স্রাব বন্ধ হবার পিছনে দুটো কারন রয়েছে ৷ 

প্রথমত: আপনি সেক্স করার পর থেকেই মাসিক টেনশনে আছেন, চাপে আছেন, ভয়ে আছেন ৷ যার ফলে শারীরবৃত্তিয় কাজ ঠিকমত সম্পাদন না হওয়ায় হরমোন তৈরি ঠিকমতো হচ্ছে না ৷ যার ফলে মাসিক স্রাব পিছিয়ে যাচ্ছে ৷ 

দ্বিতীয়ত: আপনি নোরিস্ক ট্যাবলেট খেয়েছেন৷ আর এটা খুবই একটা কমন ব্যাপার যে ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল খেলে হরমোন উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটে৷ যার ফলে নারীদের গর্ভের সংগে জড়িত হরমোনের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে যায় ৷ ফলে মাসিক স্রাব অনিয়মিত হয়ে যায় বা পিছিয়ে যায় ৷ 

এবার বলি আপনি গর্ভবতী নন কিনা?

প্রথমত: আপনার যদি নিয়মিতভাবে প্রতি মাসের ৫ তারিখে মাসিক হয় তাহলে গর্ভধারণ করার সম্ভাবনা নেই৷ কেননা আপনারা সেক্স করেছেন ৮ তারিখ ৷ এসময়টা নিরাপদ সময় হিসেবেই বিবেচিত হয়৷ তাই এসময় গর্ভবতী হবার সম্ভাবনা নাই যদি আপনার হিসেব ঠিক থাকে৷

দ্বিতীয়ত: আপনার সঙ্গী কনডম ব্যবহার করেছেন ৷ এটাইতো প্রোটেকশন ৷ কিন্তু কনডম ফেটে গেছে ৷ কথা হলো কনডম কোথায় ফেটেছে ? যদি সাইটে ফেটে যায় তাহলে শুক্রাণু বের হবার উপায় তো নেই৷ কেননা বীর্য স্খলন হয়ে জমা হয় একেবারে শেষপ্রান্তে থলিতে৷ আবার ফেটেছে কখন সেটা একটা বিষয় ৷ তাই বীর্য ভিতরে গেছে কিনা সেটা নিশ্চিত নয়৷

এবার আসি পরীক্ষার কথা নিয়ে ৷ প্রেগন্যানসি টেস্ট করার নিয়ম হলো মাসিকের ডেট মিস হবার দুই সপ্তাহ পর পরীক্ষা করতে হয়৷ সে হিসেবে আপনার এ মাসের ২০ তারিখের পর পরীক্ষা করা উচিৎ ৷ এর আগে পরীক্ষা করলে রেজাল্ট পুরোপুরি সঠিক পাবার সম্ভাবনা খুবই কম ৷ তাছাড়া অনেক সময় কীট গুলো সঠিক রেজাল্ট দেয়না৷ তাই পুরো কনফার্ম হতে গেলে ২ -  ৩ দিন পর পূনঃরায় পরীক্ষা করতে হয়৷ 

যাইহোক- এবার মূল প্রসঙ্গে আসি৷ আপনি ২০ তারিখের পর পূনঃরায় প্রেগন্যানসি টেস্ট করবেন৷ সম্ভব হলে আলট্রাসনোগ্রাফি করে দেখবেন ৷ যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে তো বেঁচে গেলেন ৷ আর যদি পজিটিভ দেখায় তাহলে তো ঝামেলায় পড়ে যাবেন৷ সেক্ষেত্রে কী করতে হবে সেটা না হয় পরের উত্তরে বলা যাবে ৷ ২০ তারিখের পর পুনরায় প্রশ্ন করবেন ৷ ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন৷


করেছেন

আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ স্যার। 

১.আমার  ৫ তারিখ মাসিক হয় আর এটা চলে প্রায়ই ১১,১২ তারিখ। আর ঠিক ৮ জুলাই ১২ টার সময় আমরা মিলিত হয়। (আর হ্যা ২ দিন পর থেকে প্রচুর দুশ্চিন্তায় ছিলাম বা এখনো আছি)  
২. কন্ডম ভিতরে ফেটে যায়, আমরা খোজ পাইনি, বের করার সময় খোজ পেয়েছি এবং কন্ডম বের করার সময় কন্ডমে কিছুটা বীর্য ছিল। বলতে পারি, ভিতরে অনেক টুকুই গেছে।


৩. তাহলে সাদা স্রাব কেন হচ্ছে?  এবং আগের তুলনায় সাদা স্রাব বেশি এবং ঘন যাচ্ছে। 

৪. আর কালকে রাত থেকে নিপলে ব্যথা হচ্ছে। মোটামুটি ভাল ব্যথা। 


আর আমি আবার ২০ তারিখ প্রেগন্যান্সি টেস্ট করাবো। ( এখানে একটা কথা, যদি সকাল  ৬ টার ইউরিন ১০ টাই পরিক্ষা করি এতে কি কোন নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা আছে? )  কারন পরিক্ষা টা আরেক জায়গাই করতে হয়, ইউরিন যেতে দেরী হয়। 

স্যার দয়া করে রিপ্লাই দিবেন?  
ধন্যবাদ স্যার। 
করেছেন
সাদা স্রাব অন্য কারনে হতে পারে ৷ সাধারণত চারটি কারনে সাদা স্রাব হতে পারে ৷ যেমন: ভিটামিনের অভাব বা অপুষ্টি, ফাংগাল ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন ৷ 

তাছাড়া পিল সেবন জনিত কারনে ও হতে পারে ৷ নিপলে ব্যথাটা পিলের কারনে হতে পারে ৷ 

গর্ভের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে খাদ্যে অরুচি, বমি বমি ভাব, দূর্বল লাগা বা অল্পতে হাপিয়ে উঠা ৷ স্তন ফুলে উঠা বা টনটন হওয়া ৷ নিপেল কিছুটা বড় হওয়া তবে ব্যথা হওয়ার কথা নয় ৷ 

আপনি মানসিক চাপে থাকার কারনে এমন হতে পারে ৷ কাজেই চাপ মুক্ত থাকার চেষ্টা করুন ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
18 এপ্রিল, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
21 নভেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
23 সেপ্টেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 জানুয়ারি, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

36,000 টি প্রশ্ন

35,265 টি উত্তর

1,738 টি মন্তব্য

3,754 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
3 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 3 জন অতিথি
আজকে ভিজিট : 26877
গতকাল ভিজিট : 17493
সর্বমোট ভিজিট : 51899219
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...