কিভাবে অপসিসে নম্বরপত্র এক পাতায় প্রিন্ট করবেন

পঠিত: 104 বার

যেভাবে প্রতি পৃষ্ঠায় ১ জনের নম্বরপত্র প্রিন্ট দিবেন সহজে :-

* Printer Name : EPSON L-3110

* OPSIS Log In করে তৃতীয় প্রান্তিকের যে কোনো এক শ্রেণির নম্বরপত্র ওপেন করলাম।

* এবার নম্বরপত্রটিকে PDF করব।

* নম্বরপত্র পিডিএফ রেঞ্জ এ 1 থেকে last Roll No লিখে দেব।

* পিডিএফ তৈরি>> নম্বরপত্র তে ক্লিক করব।

* এবার D ড্রাইভ এ গিয়ে OPSIS ওপেন করে PDF Files এ ক্লিক করে পূর্বে Save করা PDF ফাইলটি ওপেন করব।

* এবার Control P চেপে প্রিন্টার সেট আপ এর কাজ শুরু করব।

* Printer এর জায়গায় Microsoft Print to PDF সিলেক্ট করে দেব।

* Custom Scale এ ঠিক মার্ক দিয়ে ডান পাশের বক্সে 100 এর জায়গায় 141 লিখে দেব।

* Properties এ ক্লিক করে Patriot এ আছে কিনা দেখব। Landscape থাকলে Patriot সিলেক্ট করে দেব।

* Advanced এ ক্লিক করে Paper Size > Letter  কে  A4 করে OK তে ক্লিক করব।

* আবার OK তে ক্লিক করব।

* তারপর Print লেখার উপর ক্লিক করব।

* File Name এ কিছু একটা লিখে দিয়ে Save এ ক্লিক করব।

* এবার Save করা PDF ফাইলটি ওপেন করব।

* এবার Control P চেপে প্রিন্টার সেট আপ ওপেন করব।

* Microsoft Print to PDF কে EPSON  L3110 Series সিলেক্ট করব।

* Properties এ ক্লিক করে Document Size কে A4 সিলেক্ট করব।

* এবার Print এ ক্লিক করলেই Roll No 1,3,5..... এর নম্বরপত্র প্রিন্ট হবে।

* শুরুতেই নম্বরপত্র পিডিএফ রেঞ্জ এ 2 থেকে লাস্ট Roll No. লিখে দিয়ে বাকি কাজগুলো পূর্বের নিয়ম অনুসরণ করে করলে 2, 4,6.... এভাবে প্রিন্ট হবে। ধন্যবাদ।


লিখেছেন Kuddus || তারিখ: 16 December, 2024 || মন্তব্য করুন


মন্তব্যসমূহ:

আপনাকে অবশ্যই মন্তব্য করতে লগিন করতে হবে...

36,673 টি প্রশ্ন

35,954 টি উত্তর

1,776 টি মন্তব্য

3,868 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...